Realme C21Y লঞ্চ হল
Realme C সিরিজের স্মার্টফোনগুলি সাধারণত এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশনের সাথে বাজারে আসে। Realme C21Y-এর ক্ষেত্রেও এর ব্যতীক্রম হল না। বাজেট রেঞ্জে স্মার্টফোনের চাহিদার কথা মাথায় রেখে গতকাল Realme ভিয়েতনামে Realme C21Y হ্যান্ডসেটের গ্লোবাল লঞ্চ করল। বড় এলসিডি ডিসপ্লে ও LPDDR4X র্যাম স্মার্টফোনটির প্লাস পয়েন্টের মধ্যে অন্যতম। এছাড়াও রিয়েলমি সি২১ ওয়াই-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সারাদিন ব্যবহারের জন্য ভাল ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আসুন ফোনটির স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
ডুয়েল সিমের রিয়েলমি সি২১ ওয়াই ৬.৫ ইঞ্চি এইচডি+ (৭২০x১৬০০) এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা ৪০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের মধ্যে ওয়াটারড্রপ নচে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। ফোনের অভ্যন্তরে ১২ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন পদ্ধতিতে তৈরি ইউনিসক টি৬১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪ জিবি পর্যন্ত LPDDRX র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
রিয়েলমি সি২১ ওয়াই স্মার্টফোনের পিছনে বর্গাকার ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স।
Realme C21Y ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে৷ নিরাপত্তার জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রো-এসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক পাওয়া যাবে।
Realme C21Y এর দাম
রিয়েলমি সি২১ ওয়াই-এর দাম শুরু হয়েছে ৩,৪৯০,০০০ ভিয়েতনামিজ ডং থেকে, যা ভারতীয় মুদ্রায় ১১,২৯৫ টাকার সমান। এটি ৩+৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম। ৪+৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটির দাম ৩,৯৯,০০০০ ভিয়েতনামিজ ডং (প্রায় ১২,৯১৪ টাকা)। কালো ও নীল রঙে ফোনটি সেখানে পাওয়া যাবে।
0 Comments